জায়গা টির একটি নিজস্ব মনোমুগ্ধকর আকর্ষণ রয়েছে যা নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আকর্ষণ করেছিল।
যাদুঘরের পাশেই রয়েছে ইতিহাসের আর একটি অধ্যায়,সিংকোনা কারখানা। এটি ব্রিটিশ ভারতের প্রথম কুইনাইন কারখানা ছিল 1864 সালে নির্মিত। আমরা সবাই জানি যে মারাত্মক ম্যালেরিয়াল পরজীবীর ওষুধটি এখানে কলকাতায় আবিষ্কৃত হয়েছিল এবং ব্রিটিশরা মংপুতে একটি সিংকোনা প্লান্টেশন তৈরি করেছিল। কারণ ম্যালেরিয়াল ঔষধ সিংকোনা ছাল থেকে প্রস্তুত হয়।
মংপু এক মনোমুগ্ধকর ছোট্ট গ্রাম এই প্রকৃতির ও পশুর সৌন্দর্য এবং নীরবতা যা পর্যটকদের আনন্দ দেয়। মুংপতে পাহাড়ের উপরে রয়েছে একটি ভিউ পয়েন্ট , এই ভিউ পয়েন্টে দাড়িয়ে আপনি মুংপুর অনেকটা অঞ্চল জুড়ে প্রাকৃতিক সুন্দর্যের আনন্দ উপভোগ করতে পারবেন ।
মুংপুর ভিউ পয়েন্টের খানিকটা দূরেই রয়েছে অর্কেট হাউস, এই অর্কেট হাউসএ অসাধারণ সুন্দর সেই অর্কেট ফুলের চাষ করা হয় , এবং সেই অর্কেট ফুল ভারতের সব জায়গায় এখান থেকে পাঠানো হয়। সম্ভবত সপ্তাহে তিনদিন এই অর্কেট হাউস টি পর্যটকদের দেখার সুবিধার্থে খুলে রাখা হয়। যারা একটু নীরবতা ও নিরঝুম জায়গায় প্রাকৃতিক সুন্দর্যের আনন্দ উপভোগ করতে চান তাদের জন্যে মুংপু হলো সঠিক স্থান।
মুংপুতে পাহাড়ের খাচে, প্রকৃতির কোলে টেন্টে রাত কাটাতে চান, মুংপুর পাহাড়ের শান্ত নিরঝুম পরিবেশ ঝিঝিপোকার ডাক জোনাকিপোকার আলো এবং সাথে আগুন জ্বালিয়ে বার্বিকিউ যা আপনাকে অ্যাডভেঞ্চার ট্যুরে পরিণত করতে পারেন। সঠিক যোগাযোগ এর মাধ্যমে গেলে আপনি এসব সঠিক ভাবে উপভোগ করতে পারবেন। মুংপু গ্রাম টি সাধারণত 2 দিন সময়ে ঘোরার জন্য ঠিক থাক।
Know For More Informatin Please visit our
Instagram: Heritage Place Info